নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার আসামি মো. কাজল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২১ এপ্রিল) র্যাব-১১ এর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (২০ এপ্রিল) রাতে মুন্সিগঞ্জের সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কাজল মিয়া বন্দরের সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধানের ছেলে। আর ভুক্তভোগী কিশোর সোহান (১৫) ওই এলাকার দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে। সে বন্দরের সড়কে যানজট নিরসনকর্মী হিসেবে কাজ করত।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০২৪ সালের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে বন্দর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকায় সোহানের ওপর হামলা ও তাকে নৃশংসভাবে কোপানো হয়। কাজল মিয়া ও তার ছেলে রাজসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত