কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা এবং তৎপরবর্তী ভারতের আচরণ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত উত্থাপিত অপরিপক্ব ও অপ্রমাণিত অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের অবৈধভাবে অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলায় মানুষের প্রাণহানির জন্য আফ্রিদি দুঃখ প্রকাশ করেছেন। সে সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলারও নিন্দা করেন সাবেক এ তারকা খেলোয়াড়।
পর্যটক নিহতদের ঘটনায় সমবেদনা জানানোর পাশাপাশি আফ্রিদির কণ্ঠে ছিল ভারতের প্রতি তীব্র ক্ষোভ। কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করায় নয়াদিল্লির সমালোচনা করে এই কাজটিকে দুর্ভাগ্যজনক এবং অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, ভারত এই ঘটনার জন্য খুব তাড়াতাড়ি পাকিস্তানকে দায়ী করে ফেলেছে। ফলে অধিকৃত অঞ্চলে প্রাণহানির ঘটনা ভিন্ন মোড় নিয়েছে।
আফ্রিদি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন। বলেন, আমাদের সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো সংলাপ; সংঘাতে কোনো লাভ নেই।
রাজনৈতিক উত্তেজনা থেকে খেলাধুলাকে আলাদা রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন সাবেক অধিনায়ক। ক্রিকেটকে ভূরাজনৈতিক বিরোধে টেনে না নিতে উভয় দেশের প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা সাফ জানিয়ে দিয়েছেন— ভারতের সরকার যেমন বলবে, তারা তাই মেনে চলবে এবং এই ঘটনার পরে পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত।
২০১২-১৩ মৌসুমে পাকিস্তানের ভারতে সফরের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি দুই দেশের মধ্যে। সর্বশেষ ভারত পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। শুধু আইসিসি ইভেন্টে দুই দল একে অপরের মুখোমুখি হয়। যেমন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান এসেছিল ভারতে খেলতে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায় এবং সেই ম্যাচসহ ফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হয় দুবাইয়ে।
স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, ‘আমরা এই হামলার শিকার নিরীহ জনগণদের পাশে আছি এবং এটিকে তীব্রভাবে নিন্দা জানাই। সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব। আমরা ইতোমধ্যে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলি না এবং আগামীতেও খেলব না। তবে আইসিসি ইভেন্টে খেলতে হয় কারণ সেটি আইসিসির আওতাধীন।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত