এফ-১৬ দিয়ে ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৫, ১১:০২  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৫, ১১:০২

বিদ্রোহীদের অভিযানে গেল বছরের ডিসেম্বরে দেশ ছেড়ে পালান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সে সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে ইরান। আসাদকে উদ্ধারে বিমান পাঠিয়েছিল ইরান। তবে ইরানের সে প্রচেষ্টাকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে রুখে দেয় ইসরায়েল। 

সোমবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়াগামী ইরানি বিমান আটকেছিল। তারা সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করতে সেনা পৌঁছাতে চেয়েছিল।

জুইশ নিউজ সিন্ডিকেটের আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে নেতানিয়াহু এ তথ্য জানান। তিনি বলেন, ইরান চেয়েছিল আসাদকে রক্ষা করতে, বিশেষ করে যখন ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের সাথে লড়াইয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল।

নেতানিয়াহু দাবি করেন, তারা আসাদকে বাঁচাতে চেয়েছিল। ইরান এক বা দুইটি বিমানবাহিনী ডিভিশন সিরিয়ায় পাঠাতে চেয়েছিল।

তিনি আরও বলেন, আমরা তা থামিয়ে দিয়েছি। আমরা কিছু এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছিলাম কিছু ইরানি বিমানের দিকে। এর ফলে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়। বিমানটি দামেস্কের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে নেতানিয়াহু বিস্তারিত কোনো তথ্য দেননি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদ ইসলামপন্থি বিদ্রোহীদের কাছে ক্ষমতাচ্যুত হন। আসাদের পতনেরে পর থেকে ইসরায়েল ও ইরানের ভূমিকাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত