ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

| আপডেট :  ১২ মে ২০২৫, ১১:০৯  | প্রকাশিত :  ১২ মে ২০২৫, ১১:০৯

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে নবম শ্রেণির এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. আবুল কাশেমের (৩৮) বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রোববার বিকেলে কয়লা মধ্যমটিলা এলাকায়। 

সোমবার (১২ মে) বিকেলে ভুক্তভোগীর মা জোরারগঞ্জ থানায় আবুল কাশেমকে আসামি করে মামলা করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, কিশোরীর বাবা-মা দুজনই দিনমজুর। ঘটনার সময় তারা বাইরে কাজে ছিলেন। মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরে রান্নার কাজ করছিল। এ সময় আবুল কাশেম পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে ১০০ টাকা দিয়ে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় জোর করে তার মুখ চেপে ধরে ও পরনের কাপড় ছিঁড়ে ফেলে। চিৎকার শুনে স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন ছুটে এলে কাশেম মোটরসাইকেলে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে আবুল কাশেম দাবি করেন, ঘটনাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কিশোরীর বাবার কাছে টাকা পাওনা ছিলেন বলে বাড়িতে গিয়েছিলেন মাত্র।

এদিকে, অভিযোগ ওঠার পর জোরারগঞ্জ থানা যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে আবুল কাশেমকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম কালবেলাকে জানান, অভিযোগের পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সত্যতা মিলেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত