ভারতকে প্রতিবাদপত্র পাঠাল পাকিস্তান

| আপডেট :  ১৫ মে ২০২৫, ০১:৪৭  | প্রকাশিত :  ১৫ মে ২০২৫, ০১:৪৭

পাকিস্তান সরকার ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে ‘অবৈধ ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে। মঙ্গলবার (১৪ মে) পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।

এই চিঠিটি পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি সৈয়দ আলি মুর্তজা তার ভারতীয় সমকক্ষকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিতে এমন কোনো ধারা নেই যা একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ দেয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভারতের যে ভাষায় চুক্তি স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে, তা চুক্তির কোথাও উল্লেখ নেই। পাকিস্তান জানায়, তারা এখনো সিন্ধু চুক্তিকে তার মূল রূপেই সম্মান করে চলেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকও ভারতের এই আইনি যুক্তিকে প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান জানিয়েছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত—তবে শুধু চুক্তির কাঠামোর মধ্যেই, যেমনটি ভারতের পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত