গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার

| আপডেট :  ১৫ মে ২০২৫, ০১:৩৪  | প্রকাশিত :  ১৫ মে ২০২৫, ০১:৩৪

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে শেফালী বেগম নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে সবুর খালাসী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ মে) রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুর খালাসী আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাসিরউদ্দিন খালাসীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল রাতে ছলেনামা গ্রামে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক ইউপি সদস্য মোমরেজ খালাসী ও তার দুই সহযোগীকে আসামি করা হয়। ঘটনার কয়েক দিন পর প্রধান আসামি মোমজেরকে গ্রেপ্তার করা হলেও তার দুই সহযোগী সবুর ও অজ্ঞাত একজন পলাতক ছিলেন।  

সদরপুর থানার ওসি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিদের একজন সবুর খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত