বিএনপির এক নিভৃত নেতৃত্ব আতিকুর রহমান রুমন

| আপডেট :  ১৬ মে ২০২৫, ০১:৫৭  | প্রকাশিত :  ১৬ মে ২০২৫, ০১:৫৭

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বৃহস্পতিবার (১৫ মে) ছিল তার জন্মদিন। বিএনপি ও অঙ্গসংগঠনের বাইরে বন্ধু-বান্ধবসহ পরিচিত ও কাছের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এভাবে জন্মদিনে প্রিয়জনদের ভালবাসায় সিক্ত তিনি।

আতিকুর রহমান রুমনের জন্ম বগুড়া জেলার গাবতলী থানায়। তারা তিন বোন, চার ভাই। মা-বাবা ইতোমধ্যে প্রয়াত হয়েছেন। রুমনের একমাত্র সন্তান জাজিয়া রহমান (৭)।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতা-কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত এই সেলের আহ্বায়ক করা হয় রুমনকে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দল ও অঙ্গ সংগঠনের গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের সহায়তায় দেশের একপ্রাপ্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন রুমন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পাশেও। গুরুতর অসুস্থ কারোর সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসা সম্ভব না হলে তাকে সাথে করে রাজধানীতে নিয়ে এসেছেন, করেছেন উন্নত চিকিৎসার ব্যবস্থা। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে অনেক শহীদ পরিবারকে বাড়ি বানিয়ে দেয়া হয়েছে, বিবাহযোগ্যা মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের পক্ষে এই কাজের সার্বিক তত্ত্বাবধান করেছেন রুমন। এছাড়া গেল ঈদে নিজে মাথায় করে দলের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গরিব-দুস্থ মানুষের কাছে। অবশ্য ‘আমরা বিএনপি পরিবার’ সেল গঠনের আগ থেকেই এই কাজ করে আসছেন আতিকুর রহমান রুমন।

বিএনপির এক নেতা বলেন, আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত আস্থাভাজন। তারেক রহমানের নির্দেশে তিনি দলের গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সহায়তায় দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। আর এসব কাজ তিনি করেন অনেকটা নীরবে-নিভৃতে। পাদ-প্রদীপের আলোয় তিনি সাধারণত আসতে চান না। তিনি প্রচারের বাহিরে থেকেও সংগঠনের ভেতরে অনেক বড়ো জায়গা দখল করে আছেন।

তিনি আরও বলেন, রুমন বিএনপির মিডিয়া সেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক। কিন্তু তার পরিচয় কেবল এই দুইটি পদবির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি এমন একজন সংগঠক, যিনি একদিকে কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার অন্যদিকে নীতিনিষ্ঠভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নির্দেশনার প্রতি গভীর আস্থাশীল।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত