জামালপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা—সভাপতি সুমিল, সম্পাদক শফিক

| আপডেট :  ১৬ মে ২০২৫, ০১:১৭  | প্রকাশিত :  ১৬ মে ২০২৫, ০১:১৭

জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অফিশিয়াল প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে মো. আতিকুর রহমান সুমিলকে সভাপতি এবং মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দশ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে শামীম আহমেদ, সহসভাপতি পদে বুরহান উদ্দীনকে রাখা হয়েছে। 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহাদী হাসান রেমিন, উজ্জ্বল আহমেদ ও মোসাব্বির হাসান মিথুনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। 

এছাড়া মো. রাকিবুল হাসান রাকিবকে সাংগঠনিক সম্পাদক, রমিজ রাজাকে যুগ্ম সাধারণ সম্পাদক মর্যাদায় প্রচার সম্পাদক এবং মাহফুজ আল সাইফকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

জামালপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালবেলাকে জানান, আজই জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, পূর্নাঙ্গ কমিটিতে কত সদস্য থাকবে তা নির্ধারণ করা হয়নি।

আলাপ আলোচনা করে পূর্নাঙ্গ কমিটি যথাসময়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়া হবে বলে জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত