কোন প্রযুক্তির পানির ফিল্টার ভালো? 

| আপডেট :  ১৬ মে ২০২৫, ০৬:৪৮  | প্রকাশিত :  ১৬ মে ২০২৫, ০৬:৪৮

বাংলাদেশের জন‍্য অনেক ধরনের প্রযুক্তির ওয়াটার ফিল্টার বর্তমানে চলমান রয়েছে। সবথেকে প্রচলিত এবং মানসম্মত প্রযুক্তির কিছু সেরা ওয়াটার ফিল্টারের মধ‍্যে অসমোসিস, আলট্রাভায়োলেট, আরও+ইউভি+এমএফ, রিভার্স অসমোসিস, এবং মাইক্রোফাইবার ফিল্টার, সক্রিয় কার্বন ফিল্টার, পোস্ট কার্বন ফিল্টার উল্লেখযোগ্য। এ সমস্ত ফিল্টারাইজেশন প্রক্রিয়ায় আপনি অতি সহজেই আপনার পানকৃত পানিকে বিশুদ্ধ করতে পারবেন। পানিরফিল্টারদামকত হবে সেটা সম্পুর্ণ নির্ভর করে এই প্রযুক্তির উপরে। পানি বিশুদ্ধ করণে যেসকল প্রযুক্তি ব্যবহার করা হয় তা নিচে এসব প্রযুক্তির ফিল্টার সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হলো।

 

ন‍্যানো ফিল্টার প্রযুক্তি 

বাংলাদেশে সবচাইতে নতুন এবং ভিন্নধর্মী একটি পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি হচ্ছে ন‍্যানো ফিল্টার প্রযুক্তি। এই প্রযুক্তিতে পানির মধ‍্যে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু সহ অকোষীয় অণুজীব সহজেই ধ্বংস করে ফেলতে পারেন। ন‍্যানো ফিল্টারাইজড পদ্ধতিতে গ‍্যালিয়ামভিত্তিক ভারী ধাতু অ‍্যালুমিনিয়ামের সাথে যুক্ত করা থাকে এবং এর মধ‍্যে অ‍্যালুমিনিয়াম ডাই অক্সাইডের সমস্ত দূষিত পদার্থ ছেঁকে ফেলে এটিকে পরিপূর্ণ ভাবে পরিশোধিত করে থাকেন।

অসমোসিস ওয়াটার ফিল্টারিং প্রযুক্তি 

বাংলাদেশের প্রেক্ষাপটে বহুল প্রচলিত ফিল্টারিং প্রযুক্তি হচ্ছে অসমোসিস ওয়াটার ফিল্টার। অনেক নামীদামি ব্র‍্যান্ডের ফিল্টারে এ ধরনের প্রযুক্তি ব‍্যবহৃত হয়ে থাকে। এটি আপনাকে কোন ধরনের ঝামেলা ছাড়াই পানি বিশুদ্ধ করতে সহায়তা প্রদান করে থাকে এবং সেই সাথে এটি পানির মধ‍্যে থাকা ৯৯.৯৯% ক্ষতিকারক ভাইরাস এবং ব‍্যাকটেরিয়াকেও ধ্বংস করে থাকেন। এই পদ্ধতিতে পানি কম দ্রাব‍্যতার জায়গা থেকে বেশি দ্রাব‍্যতার দিকে ধাবমান থাকে। ফলে, পানির প্রবাহ একটি নির্দিষ্ট ধারা বজায় রেখে চলে। অসমোসিস এর কারণে পানি থেকে জীবাণু গুলো সহজেই পরিশোধিত হয়ে যায়।

 

আলট্রাভায়োলেট পদ্ধতির প্রযুক্তি 

আলট্রাভায়োলেট পদ্ধতিতেও আপনি আপনার ফিল্টারের পানিকে অচিরেই পরিশুদ্ধ করতে পারবেন। এটি কোন ধরনের ঝামেলা ছাড়াই আপনার পানিকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করে থাকেন। এই পদ্ধতিতে পানি থেকে প্রায়ই ৯৯.৯৯% ব‍্যাকটেরিয়া, ৯৯% টার্বিডিটি, প্রোটোজোয়া, লোহা উপাদান এবং ভারী ধাতুগুলোকে অপসৃত করে থাকে। এর ফলে, আপনাকে আর পানিকে ফুটিয়ে এরপর ফিল্টারাইজড করতে হবে না। আলট্রাভায়োলেট যুক্ত ফিল্টারগুলোতে মূলত প্রতি কার্টিজে ১৫০০ লিটার পর্যন্ত পানি পরিশোধনের ক্ষমতা যুক্ত করা থাকে। অর্থাৎ এই ধরনের ফিল্টারে আপনি স্বাভাবিকভাবেই পানিকে পুরোপুরি অথেনটিক উপায়ে পরিশোধন করতে পারবেন।

 

আরও+ইউভি+এমএফ 

এই পদ্ধতিটিই পানিকে ফিল্টারাইজড করার একটি অন‍্যতম পদ্ধতি। আরও+ইউভি+এমএফ একটি বিশেষ পানি ফিল্টারাইজড পদ্ধতি যা আপনাকে সবচেয়ে বেশি বিশুদ্ধ পানি পান করতে সহায়তা প্রদান করে থাকেন। এর পাশাপাশি এই ফিল্টারে টিডিএস মডুলর যুক্ত থাকে যা বিশুদ্ধ করা পানিতে আরও অতিরিক্ত খনিজ উপাদান করে থাকে, যার জন‍্যে আপনি পানি পান করার জন‍্যে একটু বাড়তি স্বাদও পেয়ে যাবেন। এটি ছাড়াও পানিতে থাকা খাদ‍্য গ্রেড, অ-বিষাক্ত, প্রকৌশল গ্রেড প্লাস্টিকও আপনার জন‍্যে একটি বেস্ট অপশন যাতে পানির মধ‍্যে থাকা সমস্ত জীবাণু নিমিষেই ধ্বংসপ্রাপ্ত হয়।

 

রিভার্স অসমোসিস

পানি বিশুদ্ধকরণ অভিযানে আরও একটি উন্নত প্রযুক্তির বিশেষ নাম হচ্ছে রিভার্স অসমোসিস। এই পদ্ধতিতে আপনি কোন প্রকার তাপ প্রয়োগের ঝামেলা এড়িয়ে পানিকে সম্পূর্ণভাবে ফিল্টারাইজড করতে সক্ষম হবেন। এই পদ্ধতিতে পানিকে সাধারণত ৫টি ধাপে ফিল্টারাইজড করা হয় এবং এটি সরাসরি পানির মেইন লাইনের সাথে সংযুক্ত করা থাকে। তাই এই প্রযুক্তি টি যেই ফিল্টারে তৈরি করা থাকে সেটিতে আর নতুন করে আপনাকে পানি ঢালতে হয় না।

 

রিভার্স অসমোসিস মূলত পানিকে অসমোটিক প্রেসার প্রয়োগ করে রিভার্স অসমোসিস মেমব্রেনের দিকে নিয়ে যায় এবং এই মেমব্রেনের ০.০০০১ মাইক্রনের অর্ধভেদ‍্য পর্দার মধ‍্য দিয়ে কোন অস্বাস্থ্যকর এবং মানব দেহের জন‍্য কোন ক্ষতিকর পদার্থ যেতে পারেনা। এই পদ্ধতির মধ‍্যে মূলত একটি বুস্টার পাম্প ব‍্যবহার করা হয় যা পানিতে চাপ সৃষ্টি করে এবং পৃষ্ঠটনের মাধ‍্যমে পানি রিভার্স অসমোসিস এর মধ‍্য দিয়ে পার হতে বাধ‍্য হয়। পানির দ্রবীভূত থাকা অক্সিজেন এবং মিনারেলই শতভাগ কার্যকর ভাবে এই পদ্ধতিতে বের হয়। এই পদ্ধতিতে ০.০১ মাইক্রনের চেয়েও ছোট অণুজীব, ভাইরাস, ব‍্যাকটেরিয়া, ক্ষতিকর পদার্থ, ময়লা, বালিকণা, ড্রেনেজ লাইন দিয়ে সহজেই বের হয়ে যায়।

রিভার্স অসমোসিস 

রিভার্স অসমোসিস প্রক্রিয়া অন‍্য সমস্ত পানি বিশুদ্ধকরণের প্রযুক্তির থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পদ্ধতিতে পানিকে চাপ প্রয়োগ করে এর মধ‍্যে থাকা জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলা হয়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ পানি এবং কম বিশুদ্ধ পানির মধ‍্যে একটি র্দুভেদ‍্য ঝিল্লী তৈরি হয় এবং এটি এই ঝিল্লীর মাধ‍্যমেই কম ঘনত্বের পানি থেকে বেশি ঘনত্বের পানির দিকে প্রবাহিত হতে থাকে। যে সমস্ত পানির ফিল্টারে এই প্রযুক্তিটি ব‍্যবহৃত হয় সেটি সাধারণত বিপরীত অসমোসিস বা রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় পানিকে ফিল্টারাইজড করে থাকেন। এই ধরনের প্রযুক্তিতে আপনাকে পানিকে দ্বিতীয়বার ফিল্টার করতে হবেনা এবং আপনি খুব সহজেই পানিকে রোগজীবাণু মুক্ত করতে সমর্থ হবেন।

 

উপরের সমস্ত প্রযুক্তিই বলতে গেলে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তিতে ব‍্যবহারের জন‍্যে উপযুক্ত। এই প্রযুক্তিগুলো ব‍্যবহারের মাধ‍‍্যমেই আপনি ঘরে বসেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন। যদিওবা এই প্রযুক্তিগুলো সাধারণত ফিল্টারের মধ‍্যেই এটাচড করা থাকে তাই আপনার সবসময়ই উচিৎ সবচাইতে বেস্ট প্রযুক্তি টা বেছে নেওয়া। ন‍্যানো ফিল্টার যুক্ত প্রযুক্তির দাম একটু বেশি হলেও উপরের সমস্ত প্রযুক্তিগুলো এটি সর্বোৎকৃষ্ট এবং দ্রুততর গতিতে কাজ করে থাকে। তবে আমি মনে করি আপনি আপনার বাজেট সাপেক্ষে যে কোন একটি বেছে নিয়ে ব‍্যবহার করলেই ভালো হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত