মোবাইলের দাম জানতে ওয়েবসাইট এর ভুমিকা
মোবাইল কেনার আগে আমরা সবাই মোবাইলের নাম এবং মডেল নাম্বার লিখে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি। সার্চ করার মূল উদ্দেশ্যে থাকে মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন জেনে নেয়া। মোবাইলের দাম জানতে ওয়েবসাইট এর ভূমিকা সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানবো আমরা।
শুধু মোবাইলের দাম নয়, মোবাইলে কী কী ফিচার দেয়া হয়েছে সেসব বিস্তারিত জানার জন্য স্পেসিফিকেশন ওয়েবসাইটগুলোর ভূমিকা অনস্বীকার্য। একটি মোবাইল কেনার সময় উক্ত ফোনটিতে কী প্রসেসর ব্যবহার করা হয়েছে, কত মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে এবং কত জিবি র্যাম ও স্টোরেজ দেয়া রয়েছে এসব সহজেই জানা যায়।
এছাড়াও, মোবাইলের দাম জানার জন্য আমরা যেসব ওয়েবসাইট ব্যবহার করি, সেগুলো ব্যবহার করে আরও অনেক কাজ করা যায়। এসব নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
মোবাইলের দাম জানতে MobileDokan এর ভূমিকা
নতুন ফোন কেনার আগে এর ফিচার, স্পেসিফিকেশন জানার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানতে চাই, তা হলো এর দাম। আগে মোবাইলের দাম জানার জন্য দোকানে দোকানে ঘোরা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন প্রযুক্তির ছোঁয়ায় এবং ইন্টারনেটের প্রসারের ফলে এই কাজটি অনেক সহজ হয়ে গেছে। এখন মোবাইল ফোনের দাম এবং ফিচার জানার জন্য দোকানে দোকানে ঘুরতে হয়না বরং এক ক্লিকে সার্চ করে বিভিন্ন MobileDokan এর ওয়েবসাইট থেকে এগুলো জেনে নেয়া যাবে সহজেই।
সার্চ করার পর MobileDokan এর ওয়েবসাইটে মোবাইলের দাম এবং স্পেসিফিকেশনের পাশাপাশি বিভিন্ন মডেলের ফোনের ফিচারের মাঝে কম্প্যারিজন করা যায়। অর্থাৎ, আপনার যদি একের অধিক ফোন পছন্দ হয়, তাহলে সেসব ফোনে কী কী ফিচার আছে সেগুলো দেখার পাশাপাশি প্রতিটি ফোনে থাকা ফিচারগুলো তুলনা করে দেখতে পারবেন।
ফোনের স্পেসিফিকেশন
মোবাইল স্পেসিফিকেশন ওয়েবসাইটগুলোতে যেকোনো ব্রান্ডের নতুন মডেলের ফোন রিলিজ হওয়া মাত্রই সেসব ফোনে কী কী ফিচার রয়েছে তা জানা যায়। কোন ব্রান্ডের এবং কোন মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, কত জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়া, ফোনটিতে কত জিবি স্টোরেজ আছে। পাশপাশি, ফোনটিতে স্টোরেজ এবং র্যামের আরও কোনো ভ্যারিয়েন্ট বাজারে আছে কিনা সেসব জানা যায়।
এছাড়া, ফোনের ক্যামেরা, বিল্ড কোয়ালিটি, ডিজাইন, অপারেটিং সিস্টেম সহ সব ধরনের তথ্য এখানে জানতে পারবেন। ইন্টারন্যাশনাল এবং দেশীয় অনেক মোবাইল স্পেসিফিকেশন ওয়েবসাইট আছে যেগুলোতে লেটেস্ট মডেলের ফোনগুলো এবং পুরনো মডেলের ফোনের স্পেসিফিকেশন জানা যায়। এছাড়া, আপডেট দাম এবং অফিসিয়াল ও আনঅফিসিয়াল দামও জানতে পারবেন এসব ওয়েবসাইট থেকে।
ইউজার রিভিউ
শুধু স্পেসিফিকেশন জানার জন্যই এসব ওয়েবসাইট নয়। অনেক ওয়েবসাইটে ইউজারদের রিভিউ অব্দি পাবলিশ করা হয়। ফলে, একটি ফোন কেনার পর একজন ইউজার কী কী সমস্যা ফেস করেছে, ফোনটি ভালো কিনা এবং ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে জানতে পারবেন। কিছু স্পেসিফিকেশন ওয়েবসাইটে ইউজাররা কমেন্ট করে ফোন সম্পর্কে নিজেদের মতামত দিয়ে থাকে।
অফার ও ডিস্কাউন্ট
এছাড়াও, কিছু স্পেসিফিকেশন ওয়েবসাইটে বিভিন্ন মডেলের ফোনে চলমান অফার বা ডিস্কাউন্ট পাবলিশ করা হয়ে থাকে। কোনো ফিজিক্যাল শপে অফার থাকলে বা অনলাইন শপিং প্লাটফর্মে বিভিন্ন ফোনের অফার থাকলে এসব উক্ত ওয়েবসাইটে জানতে পারা যায়। এসব আপডেট নিউজ জানার মাধ্যমে আপনার শখের ফোনটি ডিস্কাউন্টে কিনতে পারবেন।
মোবাইল ফোনের স্পেসিফিকেশন যেসব ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এসব ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে ইউটিউবাররাও রিভিউ ভিডিও তৈরি করে থাকে। তাই, মোবাইলের দাম এবং স্পেসিফিকেশন জানতে ওয়েবসাইট এর ভূমিকা অনস্বীকার্য। আপনি যদি কোনো নতুন বা পুরাতন ফোনের স্পেসিফিকেশন জানতে চান, ওয়েবসাইটের বিকল্প কিছু নেই। স্পেসিফিকেশনের পাশাপাশি দামও জানতে পারবেন এসব ওয়েবসাইট থেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত