কাস্টমস কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে দুদক

| আপডেট :  ১৯ মে ২০২৫, ০৬:৪৩  | প্রকাশিত :  ১৯ মে ২০২৫, ০৬:৪৩

ঢাকা কাস্টমস কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক এ অভিযোগের অনুসন্ধান করছেন।

অভিযোগ বলা হয়েছে, নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যাদেশ কব্জা করে শত কোটি টাকা কামিয়েছেন কাস্টমস কমিশনার জাকির হোসেন। সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সময় ভ্যাট অনলাইন প্রকল্পে দায়িত্বে থাকাকালে নানাভাবে অনিয়মে জড়িয়ে পড়েন তিনি।  

এদিকে, শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান ও আলী আক্তার হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত