ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় হামলা

| আপডেট :  ২০ মে ২০২৫, ০১:০৮  | প্রকাশিত :  ২০ মে ২০২৫, ০১:০৮

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে।

সোমবার ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুতি সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে ‘নৌ অবরোধের অংশ’ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুখপাত্র বলেন, হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি। আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও বিস্তৃত হবে।

তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার ওপর অবরোধ তুলে নেবে, তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে।

এদিকে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত