খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদক খুলনার সহকারী পরিচালক রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান। এ অবস্থায় তিনি ও তার স্ত্রী দেশে অবস্থান করছেন। যে কোনো সময় তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে দুদকের কাছে তথ্য আসে।
এ কারণে গত ১৩ মে তাদের বিদেশ যাত্রা বন্ধে মহানগর স্পেশাল জজ আদালতে আবেদন করা হয়। গত ১৫ মে আদালত তা মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। পরে আদেশের কপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এবং বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশনের কাছে পাঠানো হয়েছে।
গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বেগম হাবিবুন নাহার। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাঁধা ও গুলিবর্ষণসহ হত্যা মামলা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি নাশকতার মামলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত