ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান
গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়াসিস।
জেনেভায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ইসরায়েলের নিজের স্বার্থেই এখন শান্তি প্রয়োজন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘ধ্বংসাত্মক ও আত্মঘাতী’ আখ্যা দিয়ে বলেন, এই ধরনের যুদ্ধ কোনো পক্ষের জন্যই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না। বরং এটি ইসরায়েলকেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।
আধানম তার নিজের জীবনের যুদ্ধকালীন অভিজ্ঞতা স্মরণ করে বলেন, আমি জানি যুদ্ধ কী। আমি অনুভব করতে পারছি গাজার মানুষের যন্ত্রণা। আমি এর গন্ধ পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। এটা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ফল।
তিনি বলেন, খাবার ও চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কখনোই মানবিক নয়। এটি বন্ধ হওয়া উচিত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত