বাংলাদেশে আসছেন আতিফ আসলাম, সঙ্গে তাহসান ও কাকতাল

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫১  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫১

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এ বছরের ১৯ এপ্রিল বাংলাদেশে কনসার্ট করেন তিনি। এর সাত মাস পর ঢাকায় আবারও আসছেন এই শিল্পী।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। এই কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের আবদুল হান্নান এবং বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফারম করবে।

‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। 

কনসার্টের টিকিট পাওয়া যাবে ট্রিপল টাইম কমিউনিকেশনের নিজস্ব ওয়েবসাইট টিকেট টুমরোতে পাওয়া যাবে। এ মাসের শেষের দিকে এটি আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় পারফরম করেন তিনি। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টটিতে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফরম করেছিলেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

তবে  আতিফের সঙ্গে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করতে পারেনি আয়োজকরা। এ খুব শীঘ্রই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত