পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

| আপডেট :  ২৪ মে ২০২৫, ১০:৩১  | প্রকাশিত :  ২৪ মে ২০২৫, ১০:৩১

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সাড়ে তিন বছর বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর আড়াইটায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদাঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

যমজ দুই শিশু হলো- হরিদাঘোনা এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আদিল ও মোহাম্মদ আবিদ। 
 
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার আগে যমজ শিশু দুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির কাছে পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে স্বজনরা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে। 

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত