কেন আলাদা হয়েছিলেন মুকুল-শিল্পা

| আপডেট :  ২৬ মে ২০২৫, ০২:৩১  | প্রকাশিত :  ২৬ মে ২০২৫, ০২:৩১

বলিউডের পরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব আর নেই। ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ডন’, ‘সন অব সরদার’ ও ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র এই অভিনেতা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মুকুলের। সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে কাজ করে প্রথম সিনেমাতেই নজর কাড়েন তিনি। এরপর একাধিক হিট সিনেমায় কাজ করেছেন, পাশাপাশি দেখা গেছে তাকে জনপ্রিয় টিভি ধারাবাহিকেও।

তবে রুপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়ার বাইরের জীবনটা ছিল অনেকটাই একাকী। ২০০০ সালে বিয়ে করেছিলেন শিল্পা নামের এক নারীকে। ২০০২ সালে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান সিয়া। কিন্তু মাত্র চার বছরের মধ্যেই সেই সংসারে শুরু হয় দূরত্ব। ২০০৫ সালে স্ত্রী ও সন্তান দিল্লিতে স্থায়ীভাবে চলে গেলে একাই থেকে যান মুকুল।

মুকুল দেবের প্রতিবেশীরা জানান, ছোটখাটো বিষয় থেকেই সম্পর্কের অবনতি হয়। বিষয়গুলো সময়মতো মিটে গেলে হয়তো সংসারটা টিকে যেত। কেউ কাউকে এককভাবে দায় দিতে চান না তারা।

এ বিষয়ে মুকুলের সহশিল্পী বিন্দু দারা সিং ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বাবা-মা’র মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। খুব একটা বাইরে বের হতেন না, কারো সঙ্গে মেলামেশাও করতেন না।’

মেয়ের সঙ্গে তার যোগাযোগ থাকলেও প্রাক্তন স্ত্রী শিল্পা তাকে আর কখনো দেখেননি। এমনকি মৃত্যুর পরও শেষবার দেখা করতে যাননি তিনি, এমনটিই জানিয়েছে ঘনিষ্ঠ মহল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত