আ.লীগ পতনের পর রাজধানীতে প্রথম বড় সমাবেশের ডাক জামায়াতের

| আপডেট :  ৩১ মে ২০২৫, ০৩:০৭  | প্রকাশিত :  ৩১ মে ২০২৫, ০৩:০৭

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রাজধানী ঢাকায় প্রথমবারের মতো বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে দলটি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৩১ মে) কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সব প্রস্তুতি এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গত ৫ আগস্টের মার্চ ফর ঢাকা কর্মসূচিতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত