আর্জেন্টাইন ফুটবলারের কারণে বদলে গেল পেনাল্টির নিয়ম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজের বিতর্কিত ডাবল টাচ গোল বাতিলের ঘটনার পর অবশেষে বদলানো হলো ফুটবলের বহুল আলোচিত পেনাল্টির নিয়ম। মঙ্গলবার (৪ জুন) এক বিবৃতিতে নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি (নতুন ব্যাখ্যা প্রকাশ করে জানিয়েছে, এখন থেকে দুর্ঘটনাবশত ডাবল টাচে গোল হলে সেটি বাতিল না করে পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
নতুন এই ব্যাখ্যা বুধবার (৫ জুন) থেকেই কার্যকর হচ্ছে, প্রথমবার প্রয়োগ হবে জার্মানি ও পর্তুগালের মধ্যকার নেশনস লিগ সেমিফাইনালে।
চলতি বছরের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নিতে গিয়ে পিছলে গিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। তার ডান পায়ের শট অজান্তেই বাঁ পায়ে লেগে গিয়ে গোলপোস্টে ঢুকে পড়লেও ভিডিও রিভিউর পর সেটি বাতিল করা হয়—যা শেষমেশ অ্যাতলেটিকোর বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত