পাঁচ দিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ১৭ কোটি টাকা

| আপডেট :  ০৭ জুন ২০২৫, ১০:২৯  | প্রকাশিত :  ০৭ জুন ২০২৫, ১০:২৯

ঈদ যাত্রায় গত পাঁচ দিনে যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ টাকা। এর বিপরীতে যানবাহন পারাপার ৪৮ হাজার।

শনিবার (৭ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ১৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৩ হাজার ৮৫৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৩ লাখ  ৮০ হাজার ১৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৩৩০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকা। একদিন আগের তুলনায় শুক্রবার ১৬ হাজার ৯৯টি কম যানবাহন পার হয়েছে। সেতু দিয়ে প্রতি মিনিটে ৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ৫ দিনে সেতুর ওপর দিয়ে মোট ২ লাখ ২৮ হাজার ৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়াতে টোল আদায়ে বিঘ্ন ঘটে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। এ জন্য বেশ কয়েক দফায় টোল আদায় বন্ধ ছিল। ঈদযাত্রায় উভয় পাশেই ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত