আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম মা : আরিফিন শুভ
চিত্রনায়ক আরিফিন শুভ। চব্বিশের জানুয়ারিতে মাকে হারান তিনি। তবে সময় পেলেই ছুটে যান মায়ের কবরের কাছে। দাঁড়িয়ে থেকে দুহাত তুলে করেন দোয়া। আজ ঈদুল আজহার দিনে মায়ের কবর জিয়ারত করতে গেলেন এই নায়ক। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
কবর জিয়ারত শেষে সামাজিক মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা ও অনুভূতির কথা প্রকাশ করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কী চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত