ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে গুলি

| আপডেট :  ১০ জুন ২০২৫, ০৮:৩৫  | প্রকাশিত :  ১০ জুন ২০২৫, ০৮:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব্বির হোসেন খোকা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদল-যুবদলের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ জুন) উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন সদস্য সাব্বির হোসেন খোকা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেন খোকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান। এ সময় তাকে ছাড়িয়ে নিতে ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শান্ত ঘটনাস্থলে যান। এ সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এক পক্ষের লোকজন অপর পক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি করেন। 

এতে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন গুলিবিদ্ধ হন। এ সময় বাদলের লোকজন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেনকে পিটিয়ে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী কালবেলাকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত