প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখলেন সাংবাদিক রুপা

| আপডেট :  ১১ জুন ২০২৫, ১০:৫৯  | প্রকাশিত :  ১১ জুন ২০২৫, ১০:৫৯

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি সাংবাদিক ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন। এসময় ফারজানা রুপার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে একইসঙ্গে অংশ নেন এবং শেষবারের মতো শাশুড়ির লাশ দেখেন। 

পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই সাংবাদিক দম্পতিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। 

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ সদরের ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামের বাড়িতে পুলিশি প্রহরায় মায়ের মৃত্যুর আনুষ্ঠানিকতায় যোগ দেন সাংবাদিক দম্পতি। 

এর আগে বিকেলে প্যারোলে মুক্তি পান এই সাংবাদিক দম্পতি। পরে বুধবার রাতেই তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিক ফারজানা রুপার মা ও শাকিল আহমেদের শাশুড়ি হোসনে আরা বেগম গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর ঘাগড়া দাড়িয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে প্যারোলে মুক্তি পাওয়া সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের জন্য অপেক্ষা করা হয়। বুধবার রাতে সাংবাদিক দম্পতি মায়ের লাশ দেখার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক দম্পতি ও আত্মীয়স্বজনদের মধ্যে এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত