দিনাজপুরে মাদক বিক্রির সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

| আপডেট :  ১২ জুন ২০২৫, ০৭:৩০  | প্রকাশিত :  ১২ জুন ২০২৫, ০৭:৩০

দিনাজপুরের বিরলে ইয়াবাসহ সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) রাত সোয়া ১টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার তানজিউল ইসলাম লাবু (৫০) বিরল পৌর শহরের শংকরপুর মহল্লার মৃত ছলেমান মিয়ার ছেলে এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, লাবুকে তার বাড়ির গেটের সামনে ইয়াবা বিক্রি করছিল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত