আবারও সীমান্তে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ

| আপডেট :  ১৩ জুন ২০২৫, ০৩:৫২  | প্রকাশিত :  ১৩ জুন ২০২৫, ০৩:৫২

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে আবারও ৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল পাঁচটার দিকে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপির মেইন পিলার ১১৩৯/৮-এস/৯-এস এলাকা থেকে তাদের আটক করে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী এবং ২ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এদের মধ্যে অধিকাংশের বাড়ি খুলনা বিভাগে এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৩ সালে দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতের চেন্নাই, তামিলনাড়ুতে কাজের সন্ধানে যান। সেখানে তারা পরিবারসহ বসবাস করতেন এবং বিভিন্ন খেটে খাওয়া পেশায় যুক্ত ছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তারা নিজ থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পার করে বাংলাদেশে পুশ-ইন করে।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে চেন্নাইতে বসবাস করছিলেন। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত