সিঙ্গাপুরে র‌্যাঙ্কিং টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ আর্চারি দল

| আপডেট :  ১৩ জুন ২০২৫, ১০:০৮  | প্রকাশিত :  ১৩ জুন ২০২৫, ১০:০৮

এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল শনিবার (১৪ জুন) সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ দল। এটি স্টেজ-টু মর্যাদার আসর। এ প্রতিযোগিতায় লাল-সবুজদের পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ।

১৪ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্টে টিম ম্যানেজার হিসেবে আছেন জার্মানির অভিজ্ঞ কোচ মার্টিন ফ্রেডরিক। কোচ হিসেবে যাবেন মোহাম্মদ হাসান ও রিনা চাকমা। রিকার্ভ পুরুষ বিভাগের তীরন্দাজ হিসেবে যাচ্ছেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া এবং মো. সাগর ইসলাম। রিকার্ভ নারী বিভাগে খেলবেন মোসা. মনিরা আকতার। এ ছাড়া কম্পাউন্ড পুরুষ বিভাগে থাকছেন হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মো. সোহেল রানা। নারী বিভাগের জন্য থাকছেন বন্যা আকতার, পুষ্পিতা জামান ও মোসা. কুলসুম আকতার মনি।

রোববার অফিশিয়াল প্র্যাকটিস, টিম ম্যানেজারস মিটিং ও ইকুইপমেন্ট পরীক্ষা সম্পন্ন হবে। পরদিন থেকে আসরের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশ দলের সদস্যদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত