দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন

| আপডেট :  ১৪ জুন ২০২৫, ০৪:৩১  | প্রকাশিত :  ১৪ জুন ২০২৫, ০৪:৩১

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা ‘নীলচক্র’ ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমার অন্যতম অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক প্রেসমিটে সহ-অভিনেতা আরিফিন শুভ সম্পর্কে মন্তব্য করে চমক লাগালেন।

মন্দিরা বলেন, ‘এটা আমার দ্বিতীয় সিনেমা। তবে আমরা যত প্রমোশন করেছি, যত ছবি পোস্ট দিয়েছি, এই অভিজ্ঞতা আগে হয়নি। প্রতিটি পোস্টেই দেখা যাচ্ছে দর্শক আমাদের শুভকামনা জানাচ্ছেন, সিনেমা ভালো লেগেছে বলছেন। কিন্তু সবচেয়ে মজার ও অবাক করা বিষয় হলো, অনেকেই বলছেন ‘আপনারা বিয়ে করে ফেলুন!’

তিনি আরও যোগ করেন, ‘প্রতিটা পোস্টে একের পর এক এমন কমেন্ট আসছে। আমি ভাবছি, দর্শক আসলেই কি চায় আমরা বিয়ে করে ফেলি? আমাদের জুটিকে তারা এতটাই পছন্দ করছে যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখতে চাইছে। এটা একদিকে খুব ভালো লাগছে, আবার চিন্তাও হচ্ছে!’

তবে মন্দিরা পরিষ্কার করে বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ অভিনেতা। আমি শুধু তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম, কীভাবে এতো ভালো অভিনয় করে, সেটা ভাবতেই থাকতাম। কিন্তু বাস্তবে… এটা সম্ভব না।’

উল্লেখ্য, ‘নীলচক্র’ মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার ঝড় চলছে। প্রোমোশনাল কনটেন্টেও শুভ ও মন্দিরার রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত