যেভাবে বাংলাদেশ থেকে বিনামূল্যে দেখা যাবে ক্লাব বিশ্বকাপের খেলা

| আপডেট :  ১৪ জুন ২০২৫, ১০:৩৯  | প্রকাশিত :  ১৪ জুন ২০২৫, ১০:৩৯

পুনর্গঠিত ফরম্যাট, ৩২টি ক্লাব, এবং ১ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল পুরস্কার—সব মিলিয়ে বিশ্ব ফুটবলের নতুন ইতিহাস রচনার পথে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে এই প্রতিযোগিতা, যা আগামী বছরের বিশ্বকাপের আগে একরকম মহড়া হিসেবেই দেখা হচ্ছে।

এই প্রথমবারের মতো বিশ্বকাপের আদলে আয়োজিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবগুলো, যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, জুভেন্টাস, আল আহলি, ইন্টার মায়ামি, আল হিলালসহ আরও অনেকে।

বাংলাদেশ থেকে কীভাবে দেখা যাবে?

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই ভক্তরা এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন DAZN-এর ওয়েবসাইট ও অ্যাপে।

DAZN নামের এই লন্ডনভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইতিপূর্বে এএফসি এশিয়ান কাপ এবং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ আসর সম্প্রচার করেছে। এবার ফিফার সঙ্গে একটি চুক্তির মাধ্যমে তারা ক্লাব বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি বিনামূল্যে সম্প্রচারের অধিকার পেয়েছে। এরজন্য আপনার অবশ্য DAZN এ একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। খুব সহজ প্রক্রিয়ায় ফ্রি অ্যাকাউন্ট করা হলে খেলা দেখতে ক্লিক করুন এখানে।

DAZN এর অ্যাকাউন্ট করা আপনার কাছে কঠিন মনে হলে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও সরাসরি দেখা যাবে ম্যাচ গুলো।

বিশ্বজুড়ে সম্প্রচারের পরিকল্পনা:

যুক্তরাজ্যে: চ্যানেল ৫ প্রচার করবে ২৩টি ম্যাচ, বাকি ম্যাচগুলো দেখা যাবে DAZN-এ
যুক্তরাষ্ট্রে: TNT Sports সম্প্রচার করবে ২৪টি ম্যাচ, আর স্প্যানিশ ভাষায় ১৮টি ম্যাচ দেখাবে TelevisaUnivision Networks, পাশাপাশি থাকবে DAZN-এর স্ট্রিমিং

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই চুক্তি নিয়ে বলেন, ‘নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ একটি প্রাপ্যতা-ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা। এই চুক্তির মাধ্যমে এটি হবে বিশ্বের সবচেয়ে সহজলভ্য ক্লাব টুর্নামেন্ট—আর তাও সম্পূর্ণ বিনামূল্যে। ফুটবল বিশ্বকে একত্র করে।’

গ্রুপ বিবরণ:

গ্রুপ এ: আল আহলি, ইন্টার মায়ামি, পালমেইরাস, পোর্তো
গ্রুপ বি: অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, পিএসজি, সিয়াটল
গ্রুপ সি: অকল্যান্ড সিটি, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, বোকা জুনিয়র্স
গ্রুপ ডি: চেলসি, ইএস তিউনিস, ফ্লামেঙ্গো, লস অ্যাঞ্জেলেস এফসি
গ্রুপ ই: ইন্টার মিলান, মন্টেরে, রিভার প্লেট, উরাওয়া রেডস
গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, মামেলোডি সানডাউন্স, উলসান
গ্রুপ জি: আল আইন, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, উইদাদ এসি
গ্রুপ এইচ: আল হিলাল, পাচুকা, রিয়াল মাদ্রিদ, আরবি সালজবুর্গ

বিশ্ব ফুটবলের নতুন এই যুগে বাংলাদেশের দর্শকদের জন্য এটি একটি দারুণ সুযোগ—বিশ্বসেরা ক্লাবগুলোর লড়াই এবার ঘরে বসেই দেখা যাবে, তাও একদম বিনামূল্যে। 

  DAZN x FIFA Club World Cup We are thrilled to announce that #DAZN will be the exclusive global broadcaster of the @FIFAcom Club World Cup 2025™. Football fans around the world will be able to stream every match live on #DAZN for free!Coverage will kick off on Thursday,… pic.twitter.com/ON5CrsGY81— DAZN Sport (@DAZN_Sport) December 4, 2024

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত