রাতের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৩
ইসরায়েলে উত্তরাঞ্চলে ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা জানিয়েছে ইরানের হামলার ফলে ইসরায়েলের ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান। এ হামলা ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হামলা চালানো হয়েছে হাইফা ও তামরায় শহরের। ইসরায়েল সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে বলে দাবি করে ইরান।
ইরানের আজ (শনিবার) রাতের হামলায় ইসরায়েলে বেশ কয়েকজনের হতাহতের খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
এর আগে শুক্রবার (১৩ জুন) রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এ ছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।
এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে নিজেদের সেনাদলে আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত