রাজশাহী মহানগরের সাত সাংগঠনিক থানায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ০৫:২৯  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ০৫:২৯

রাজশাহী মহানগরে বিএনপির সাতটি সাংগঠনিক থানার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নগরের বোয়ালিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্যসচিব হিসেবে বজলুজ্জামান মোহনের নাম ঘোষণা করা হয়েছে। বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম রিংকু ও সদস্যসচিব হিসেবে আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

রাজপাড়া থানার আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও সদস্যসচিব হিসেবে আমিনুল ইসলাম; শাহ মখদুম থানার আহ্বায়ক জিল্লুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার ও সদস্যসচিব নাসিম খান; মতিহার থানার আহ্বায়ক একরাম আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মানিক ও সদস্যসচিব আল মামুন বাবু; কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক মাইনুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ও সদস্যসচিব মজিউল আহসান হিমেল এবং চন্দ্রিমা থানার আহ্বায়ক ফাইজুল হক ফাহি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু ও সদস্যসচিব হিসেবে মনিরুল ইসলাম জনির নাম ঘোষণা করা হয়েছে।
 
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ‘রাজশাহী বিএনপির ঘাঁটি। রাজশাহী মহানগরকে আরও সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করতে সাতটি সাংগঠনিক থানার আহ্বায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত