ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

| আপডেট :  ১৬ জুন ২০২৫, ০১:২৮  | প্রকাশিত :  ১৬ জুন ২০২৫, ০১:২৮

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদাকে হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলাম। তিনি জানান, নিহত শিক্ষার্থী পুরান ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা। তিনি সানজিদার গৃহশিক্ষক হিসেবে বাসায় গিয়ে তাকে পড়াতেন।

মোহনা জানান, সকালে ফোনে যোগাযোগ করে তারা একসঙ্গে বাসা থেকে বের হন। পরিকল্পনা ছিল ইডেন কলেজের পুকুরে গিয়ে সাঁতার শেখার। সেই অনুযায়ী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পুকুরে নামেন দুজনেই। পুকুরের পাড়ঘেঁষা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান সানজিদা এবং ডুবে যান গভীর পানিতে।

মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা ছুটে এসে পানিতে নেমে সানজিদাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত