বিগ ব্যাশে খেলার জন্য নাম দিয়েছেন ১১ বাংলাদেশি ক্রিকেটার
অস্ট্রেলিয়ার বিখ্যাত টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই সীমিত। এখন পর্যন্ত কেবল সাকিব আল হাসানই মাঠে নেমেছেন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। যদিও পরে রিশাদ হোসেনের নাম উঠে এসেছিল, তবে বিপিএলের সঙ্গে সময়কাল মিলে যাওয়ায় খেলার সুযোগ পাননি হোবার্ট হারিকেন্সে ডাক পাওয়া এই লেগস্পিনার।
এবার অবশ্য বড়সড় এক সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশের জন্য। আসন্ন ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশ ড্রাফটে নাম উঠছে মোট ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে রয়েছেন আগের মৌসুমে হোবার্ট হারিকেন্সে দল পাওয়া রিশাদ হোসেনও। চাইলে তাকে ‘রিটেইন’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।
ড্রাফটে নাম লেখানো অন্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন: শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।
তবে এসব নাম ওঠা মানেই যে সবাই অস্ট্রেলিয়ার মাঠে নামতে পারবেন, সেটা নয়। মূল সমস্যা সেই পুরনো—বিপিএল ও বিগ ব্যাশের সময়সূচি প্রায় একই সময়ে হওয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের এনওসি পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে আগ্রহ থাকা সত্ত্বেও দলগুলো অনেক সময় ঝুঁকি নেয় না।
তবুও আশার কথা, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে, যা তার প্রতি দলগুলোর আগ্রহের ইঙ্গিত দেয়। পুরো মৌসুমের জন্য নাম দিয়েছেন এই ১১ ক্রিকেটারই, ফলে সুযোগ পেলে তাদের দেখা যেতে পারে সম্পূর্ণ মৌসুমে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত