ইসরায়েলের ডাকে যুক্তরাষ্ট্র কি সাড়া দেবে?
ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে নিয়ে এবার বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রায়োরিটিজ ফাউন্ডেশনের নীতিনির্ধারক পরিচালক বেঞ্জামিন ফ্রিডম্যান।
এ সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করছে বলেই ধারণা তার। তবে তিনি জানান, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের উচিত এই সংঘাতে জড়ানো এড়িয়ে চলা।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি এ সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এক বিপর্যয়। যদি ইরান যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটিতে হামলা করে বা উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলোর ওপর আক্রমণ চালায়, সে ক্ষেত্রেই এ সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার একটি সম্ভাবনা তৈরি হবে। যদিও এর মানে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যেতে হবে এমন না। তবুও এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। আমি মনে করি ইরান এ ঝুঁকি সম্পর্কে জানে, আর এ কারণেই এখন পর্যন্ত তারা এ ধরনের হামলা থেকে দূরে রয়েছে।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছায়ও এ সংঘাতে জড়াতে পারে। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কিছু লোক ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট এবং তাদের সাহায্য করতে আগ্রহী। তাই বেঞ্জামিন ফ্রিডম্যান মনে করেন, ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে, তাহলে যুক্তরাষ্ট্র সেই ডাকে সাড়া দিতেও পারে।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রায়োরিটিজ ফাউন্ডেশনের এ নীতিনির্ধারক পরিচালক বলেন, ‘তবে আমি আশা করি সেটা হবে না। আমি মনে করি, এটি এক ধরনের শাসনব্যবস্থা বদলের যুদ্ধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আমি আশা করি, ট্রাম্প প্রশাসন এটা বুঝবে এবং যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াবে না।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত