সিরাজগঞ্জে চাঁদাবাজ ‘ক্যারাব্যারা লতিফ’ আটক 

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৮  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুল লতিফ ওরফে ক্যারাব্যারা লতিফকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক আব্দুল লতিফ কাওয়াক ঘোষপাড়া এলাকার মৃত জলিল সরকারের ছেলে।

জানা গেছে, দলীয় পদে না থাকলেও তার বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে উল্লাপাড়া বন্দরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। 

উল্লাপাড়া থানার ওসি মো. রাকিবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে আব্দুল লতিফকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত