ইরান কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জানাল ইসরায়েল

| আপডেট :  ১৮ জুন ২০২৫, ০৪:৩৯  | প্রকাশিত :  ১৮ জুন ২০২৫, ০৪:৩৯

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।

বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।

নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট শতাধিক।

ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় প্রতি রাতে ইসরাইলের খরচ প্রায় ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
 
যুদ্ধের প্রথম ৪৮ ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় দেড় শ কোটি ডলার। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত