গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিক সরকার

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৯  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৯

কার্যালয় ঘেরাও এবং দখল করার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল ও দৈনিক কালবেলার প্রধান কার্যালয় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকেই অফিসগুলোর সামনে ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়। এতে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আন্তরিকতার প্রশংসা করেছেন গণমাধ্যমকর্মী ও বিশ্লেষকরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যম নিয়ে বিষোদ্গার ছড়ানো হয়। একই সঙ্গে একটি মহল দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মাকে টার্গেট করে অপপ্রচার শুরু করে।

ভুল তথ্যের ভিত্তিতে কালবেলা এবং প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশকের নামে গুজব ছড়ানো হচ্ছে। এরই মধ্যে তারা শুক্রবার বিকেল ৩টায় কালবেলা কার্যালয় ঘেরাও এবং দখলের হুমকি দেয়। হুমকি দেওয়া হয়েছিল প্রথম আলো, ডেইলি স্টার ও সমকালকেও।

হুমকির ঘটনায় গত বুধবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানায় কালবেলার পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। একই সঙ্গে হুমকির বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পাশাপাশি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে তারা নিরাপত্তায় ত্বরিত ব্যবস্থা নেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, সংবাদমাধ্যমে কোনো ধরনের আঘাত সরকার বরদাশত করবে না। সংবাদমাধ্যমকে হুমকিসহ প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণায় নিন্দা এবং প্রতিবাদ জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এরপর টার্গেট করা গণমাধ্যমগুলোর কার্যালয়ে নিরাপত্তা জোরদার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় সরকার। সে অনুযায়ী শুক্রবার চারটি গণমাধ্যমেই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো।

সরেজমিন দেখা গেছে, শুক্রবার সকাল থেকে রাজধানীর নিউমার্কেটে দৈনিক কালবেলা ভবন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, এপিবিএনসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত