আলোচনায় দুটি বিষয়ে অগ্রসর হয়েছে : জামায়াত

| আপডেট :  ১৯ জুন ২০২৫, ০৭:৫৩  | প্রকাশিত :  ১৯ জুন ২০২৫, ০৭:৫৩

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দুটি বিষয়ে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

তিনি জানান, আজকের আলোচনায় দুটি বিষয়ে অগ্রসহ হয়েছে। একটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিতীয়টি হলো প্রধানমন্ত্রীর মেয়াদ। 

জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী। তারা বর্তমান সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের পরিবর্তে, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত সদস্যের ইলেকটোরাল কলেজব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায়। মোহাম্মদ তাহের বলেন, কোন প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি দ্বায়িত্ব পালন করতে পারবে না এ বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছেন। তবে কোন কোনো দল কিছুটা দ্বিমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ অন্যান্য ইস্যু নিয়ে আরও কিছু অ্যাজেন্ডা আছে সেগুলো আগামী আলোচনার জন্য রাখা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত