এবার নেতানিয়াহুকে জার্মান চ্যান্সেলরের আহ্বান

| আপডেট :  ১৯ জুন ২০২৫, ০৯:২৩  | প্রকাশিত :  ১৯ জুন ২০২৫, ০৯:২৩

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রচারণায় আরও সংযমের জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। জার্মান সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

আল জাজিরার লাইভ নিউজে জানানো হয়, মের্জ ইরানের উপর ইসরায়েলের আক্রমণের প্রতি জার্মানির সমর্থন প্রকাশ করেছেন তবে সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার গুরুত্বের উপর জোর দিয়েছেন, সূত্রটি জানিয়েছে।

সূত্র আরও জানায়, যদিও মের্জ ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে সংঘাতের বিষয়ে কূটনৈতিক সমাধান খোঁজার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এর আগে ইরান-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ আপত্তিকর মন্তব্য করেন। এ কারণে জার্মান রাষ্ট্রদূতকে তলবও করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের হামলার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রশংসা করে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইসরায়েল আমাদের সবার (পশ্চিমা দেশগুলোর) জন্য ময়লা পরিষ্কারের কাজ করছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত