স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ করছেন বাবুর্চি
সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে আলোচনায় থাকে। কর্মকর্তাদের দ্বায়িত্বে অবহেলা, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এবার দেখা গেল স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ব্যান্ডেজের কাজ ও ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করছেন হাসপাতালের সহকারী বাবুর্চি।
জনবল সংকটের অজুহাতে বাবুর্চিকে মানুষের চিকিৎসা কাজে নিয়োজিত রাখায় কর্তৃপক্ষের এমন উদাসিন আচরণ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে উপজেলায়। কিন্তু এতকিছুর পরও অদৃশ্য কারণে নিরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা একাধিক রোগীর ওয়ার্ড বয়ের সেবা দিয়েছে হাসপাতালের সহকারী বাবুর্চি সুফি মিয়া। তাকে রোগীর ব্যান্ডেজের কাজ করতে দেখা যায়। এ সময় পাশে বসা ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ। তিনি চেয়ারে বসে বাবুর্চির ব্যান্ডেজ লাগানো দেখছিলেন।
বাবুর্চি দিয়ে ওয়ার্ড বয়ের কাজ করানোর কথা স্বীকার করে তিনি বলেন, জনবল সংকট থাকায় তাদের দিয়ে ওয়ার্ড বয়ের কাজ করানো হচ্ছে। চিকিৎসা সেবা আমি দিচ্ছি।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের দ্বায়িত্বে অবহেলা, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অনিয়মের ঘটনা একাধিকবার সংবাদ মাধ্যমে এলেও থামছে না এসব ঘটনা। এসব ঘটনায় কার্যত কোন ব্যবস্থা গ্রহণ না করায় ইচ্ছেমতো চলছে হাসপাতালের সেবা কার্যক্রম।
সঠিকভাবে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া নিয়ে সেবা গ্রহীতাদের অভিযোগ থাকলেও বাবুর্চি দিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করায় আবারও সমালোচনার সৃষ্টি হয়েছে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে।
হাসপাতালের সহকারী বাবুর্চি সুফি মিয়া কালবেলাকে বলেন, আমাকে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতে বলা হয়েছে। তাই আমি দায়িত্ব পালন করছি।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস বলেন, একটি জরুরি বিভাগ পরিচালনা করতে টিম ওয়ার্কের প্রয়োজন হয়। আমাদের জনবল সংকটের কারণে কিছু রোস্টার ডিউটি অন্যদের দিয়ে করাতে হয়। চিকিৎসা ডাক্তার দেন। সহকারী বাবুর্চি হলেও ওনাকে দিয়ে ওয়ার্ড বয়ের করা করানো হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত