‎চট্টগ্রামে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ‎

| আপডেট :  ২০ জুন ২০২৫, ০৪:২০  | প্রকাশিত :  ২০ জুন ২০২৫, ০৪:২০

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছে রেল পুলিশ।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট স্টেশনে এ ঘটনা ঘটে।

‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মালবাহী ট্রেন (তেলবাহী) চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। এ সময় ফৌজদারহাট স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি অতিরিক্ত লাইনে দাঁড়ায়। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে সামনের দিকে যাওয়ার সময় একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টার পর পাহাড়তলী লোকোশেড থেকে একটি ইঞ্জিন গিয়ে তেলবাহী ট্রেনটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে নিয়ে যায়। কিন্তু লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি এখনো উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র বলেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে এসেছে। যাত্রীবাহী ট্রেন যাওয়ার সুবিধার্থে মালবাহী ট্রেনটি ফৌজদারহাট স্টেশন এলাকায় অতিরিক্ত লাইনে দাঁড়িয়েছিল। এ সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে একটু সামনের দিকে এগোতেই লাইনচ্যুত হয়ে যায়। 

তিনি বলেন, লাইনচ্যুতের ঘটনায় কোনো হতাহতের ঘটনা এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরবর্তীতে পাহাড়তলী লোকোশেড থেকে একটি ইঞ্জিন এসে মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে চলে যায়। লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত