এবার আম বিক্রি করছেন ওমর সানী 

| আপডেট :  ২০ জুন ২০২৫, ০৪:০৪  | প্রকাশিত :  ২০ জুন ২০২৫, ০৪:০৪

চিত্রনায়ক ওমর সানীকে এখন আর অভিনয়ে দেখা যায় না। বর্তমানে রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নায়ক। এবার নতুন আরও একটি ব্যবসায় যুক্ত হলেন ওমর সানী। 

অনলাইনে আমের ব্যবসা শুরু করেছেন তিনি। ওমর সানী ফেসবুকে লিখেছেন, অনলাইন শপ থেকে আমার দিচ্ছি সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম্রপালি,ব্যানানা ম্যাংগো ও হাঁড়ি ভাঙ্গা ১২০ টাকায় হোম ডেলিভারি চার্জসহ। দেশের পাশাপাশি প্রবাসীরাও আম কিনতে পারবেন অম্র সানী পেজ থেকে। 

‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে ওমর সানী সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি আমার জেলা চাঁপাই নবাগঞ্জ, আমাদের জেলা রাজশাহী। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার বাগানে পৌঁছে যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত