সীমান্তের ওপারে ঝুলে থাকা লাশ একদিন পর হস্তান্তর

| আপডেট :  ২০ জুন ২০২৫, ০৮:১১  | প্রকাশিত :  ২০ জুন ২০২৫, ০৮:১১

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের ডালে ঝুলে থাকা বাংলাদেশির লাশ একদিন পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (২০ জুন) দুপুর ১টার দিকে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। মৃত জাকারিয়া আহমেদ (২৫) উপজেলার উওর রনিখাই ইউনিয়নের কামাল বস্তী গ্রামের আলা উদ্দিনের ছেলে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। 

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/২০-এর পাশের একটি গাছের ডালের সঙ্গে জাকারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ফেরত আনার ব্যাপারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

শুক্রবার দুপুরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে জাকারিয়া আহমদের লাশ হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

বিজিবি আরও জানায়, ঘটনাস্থল থেকে ভারতের পিনার সালা থানা দূরবর্তী এবং ঘটনাস্থল দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় মৃতদেহটি হস্তান্তর করতে বিলম্ব হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওজায়ের আল মাহমুদ জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ গ্রহণ করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত