এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন

| আপডেট :  ২০ জুন ২০২৫, ০৭:৩৮  | প্রকাশিত :  ২০ জুন ২০২৫, ০৭:৩৮

দলীয় সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গঠনতন্ত্র অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন।

শুক্রবার (২০ জুন) বাংলামোটরে দিনব্যাপী এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়।

সভা থেকে আগামী ২২ জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

সভা সূত্রে জানা যায়, দলের ইউনিয়ন থেকে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষে ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট ও দুইবার জিএস পদে থাকতে পারবে।

আরও জানা যায়, ১১ জন নির্বাচিত পলিটিক্যাল কাউন্সিল মেম্বারসহ মোট ১৫ মেম্বার থাকবে পলিটিক্যাল কাউন্সিলে। নির্বাচিত ১১ জনের মধ্যে অন্তত ৩ জন নারী হতে হবে। সভাপতি, সাধারণ সম্পাদক পদাধিকার বলে এবং তাদের মনোনয়নে আরও ২ জন থাকবেন। পলিটিক্যাল কাউন্সিলই নির্বাচনের আয়োজন করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত