দেশে অস্থিরতা তৈরির বহুমুখী তৎপরতা চলছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরির বহুমুখী তৎপরতা চলছে। ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে নষ্ট করারও বহুমুখী তৎপরতা অব্যাহত আছে বলে মনে করেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদানকালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন সাইফুল হক।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের বিজয় হারিয়ে যেতে পারে, পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে।
এ ছাড়া তিনি বলেন, বিশেষ মহল বা গোষ্ঠীগত কোনো এজেন্ডার চাপে অন্তর্বর্তী সরকারকে বেসামাল হলে চলবে না। অতিউৎসাহী ও আবেগী অতিকথনে সরকারের বিভ্রান্ত হওয়ারও কোনো অবকাশ নেই।
অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয় বা বিপদে পড়ে এমন সব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক। তার শঙ্কা, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে।
সভায় রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, মীর রেজাউল আলম, জুঁই চাকমা, মুক্তা ইসলাম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত