‘প্রেমের অপরাধে’ কিশোরকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

| আপডেট :  ২১ জুন ২০২৫, ০৪:০০  | প্রকাশিত :  ২১ জুন ২০২৫, ০৪:০০

কুড়িগ্রামের চিলমারীতে ‘প্রেম করার অপরাধে’ প্রেমিকার পরিবার কর্তৃক কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নন্দোলাল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামির নাম- মো. সাইফুল ইসলাম (৪৫)। তিনি একই ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকার বাসিন্দা। 

পুলিশ কর্মকর্তা নন্দোলাল বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়৷ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, কুড়িগ্রামের চিলমারীতে প্রেম করার অপরাধে গত ১০ জুন এক কিশোরকে ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠে কিশোরী ‘প্রেমিকার’ পরিবারের লোকজনের বিরুদ্ধে। উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটোল এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করা হয় কিশোরকে। এ নিয়ে কিশোরের বাবা বাদী হয়ে চিলমারী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত