মার্কিন সেনাবাহিনীর গুদামে রহস্যজনক আগুন, দাউ দাউ করে জ্বলছে

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ১০:২২  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ১০:২২

দাউ দাউ করে জ্বলছে মার্কিন সেনাবাহিনীর একটি গুদাম। আর সেই আগুন নেভাতে কাজ করছে একদল দমকল কর্মী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার বুসানে। গুদামে আগুনের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাাজক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল বাহিনী। তারা পানির পাইপ ও বিশেষ যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। 

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বুসানের ডং-গু’র বোয়েমিল-ডংয়ে মার্কিন সেনাবাহিনীর ৫৫তম সাপ্লাই ডিপোতে এই অগ্নিকাণ্ড ঘটে। এরপরই সেখানে তড়িঘড়ি ছুটে যায় স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।

তবে ঠিক কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। এই ডিপো থেকেই ওই অঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য সহায়তা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত