পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জরুরি কল করলেন ইরানের প্রেসিডেন্ট

| আপডেট :  ২৩ জুন ২০২৫, ০১:৪১  | প্রকাশিত :  ২৩ জুন ২০২৫, ০১:৪১

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জরুরি ফোন কল করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার বিকেলে দুই নেতার টেলিফোনে কথা হয়। পরে পাকিস্তানের সরকার এক বিবৃতিতে বিষয়টি জানায়। খবর জিওটিভি নিউজের। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ এবং প্রেসিডেন্ট  পেজেশকিয়ানের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। শাহবাজ মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। গত আট দিনে ইসরায়েলের অযাচিত ও অযৌক্তিক আগ্রাসনের ধারাবাহিক ঘটনা হিসেবে এ হামলাকে চিহ্নিত করেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তিনি অবিলম্বে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এমনকি সংঘাত বন্ধে এটিকে একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন।

শাহবাজ ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণ ও সরকারের সঙ্গে ইসলামাবাদের অটল সংহতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মূল্যবান প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মার্কিন হামলাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে। এই হামলাগুলো আন্তর্জাতিক আইন এবং আইএইএ সনদের গুরুতর লঙ্ঘন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ, পাকিস্তানের সরকার, জনগণ এবং সামরিক নেতৃত্বকে ইরানের জনগণ ও সরকারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

দুই নেতা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উম্মাহর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা ও জরুরির ওপর জোর দেন। তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেও সম্মত হয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত