সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম
ঝালকাঠির নলছিটিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো খান মাইনউদ্দিনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খান মাইনউদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি কালভার্ট নিয়ে নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের আবু আল হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় হয়। এ ঘটনার পর আবু আল হোসেনের ছেলে ইমরান হাওলাদার, মুসা হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, হাবিব সিকদারের ছেলে নিশাত সিকদার, আলম হাওলাদার ও তার ছেলে সানি হাওলাদারসহ ১০/১২ জন মিলে বাড়িতে ঢুকে ছুরি, হাতুড়িসহ দেশি অস্ত্র দিয়ে খান মাইনউদ্দিনের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম কালবেলাকে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত