ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ ভাইয়ের
নীলফামারী সদরের পলাশবাড়িতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের তেঁতুলতলা রেলঘুন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন—সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) ও সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। তারা দুজনে চাচাতো ভাই এবং পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানায়, কাজে যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন দুই ভাই সন্তোষ ও ভবেশ। পথে সকাল সাড়ে ৬টার দিকে জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলায় অরক্ষিত রেলঘুন্টি পারাপার হওয়ার সময় তাদের মোটরসাইকেলটি চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় খায়।
এতে মোটরসাইকেলসহ ট্রেনের নিচে পড়ে গেল দুজনের দেহ ট্রেনের চাকা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মাহমুদ উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত