কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মিরাজ

| আপডেট :  ২৫ জুন ২০২৫, ১০:২৯  | প্রকাশিত :  ২৫ জুন ২০২৫, ১০:২৯

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও টস ভাগ্যে এগিয়ে থাকল বাংলাদেশ। কলম্বোর এসএসসি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

 

এই ম্যাচে চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ, তার বদলে একাদশে এসেছেন এবাদত হোসেন। তবে বড় চমক তিন স্পিনার নিয়ে মাঠে নামা—দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, জায়গা হারিয়েছেন জাকের আলী।

 

দুই দলই প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে কিছু পরিবর্তন এনেছে। শ্রীলঙ্কা অবসর নেওয়া অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় এনেছে সোনাল দিনুশাকে। তবে ব্যাটিং অর্ডারে আসছে বেশ কিছু পরিবর্তন—দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা নিশ্চিত করেছেন, তিনি ব্যাট করবেন চার নম্বরে। শ্রীলঙ্কা দুই স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ ঝুঁকি নিয়েছে তিন স্পিনার নিয়ে—মিরাজ, তাইজুল ও নাঈম।

 

এদিকে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এই উইকেট শুরুতে কিছুটা সহায়ক হলেও পরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন তারা। তাই প্রথমে ব্যাটিং করেই সুবিধা নিতে চায় বাংলাদেশ।

 

দুই দলের একাদশ:

 

বাংলাদেশ:

সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন

 

শ্রীলঙ্কা:

পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, তারিন্দু রথনায়েকে, প্রভাত জয়সুরিয়া, বিশ্বা ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো

 

প্রথম টেস্টের ড্র-এর পর সিরিজ নিশ্চিতের সুযোগ দুই দলেরই সামনে। তবে এসএসসির চিরাচরিত স্পিনবান্ধব উইকেটে তিন স্পিনারের বাজিতে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। এখন দেখার বিষয়, মাঠে কেমন সাড়া দেয় এই রণকৌশল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত